মণিরামপুরে আন্তঃ ইউনিয়ন স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:48 PM, 23 March 2019

>>>কুলটিয়া ও মনোহরপুর লড়বে ফাইনালে
মণিরামপুর প্রতিনিধি: জমে উঠেছে মণিরামপুর আন্তঃ ইউনিয়ন স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট। খেলায় জাতীয় দলের খেলোয়াড়রাও নিজ ইউনিয়নের পক্ষে মাঠে নেমেছেন। জাতীয় দলের খেলোয়াড়রাই এখন প্রতিপক্ষ দলের কাছে মুর্তিমান আতংক হয়ে দেখা দিয়েছে। তবে প্রতিপক্ষ দলের কাছে তারা আতংক হলেও জাতীয় দলের খেলোয়াড় অজয় ও উৎপলসহ কয়েকজনের খেলা উপস্থিত দর্শকদের আনন্দ ও উৎফুল্লতার মধ্যে দিয়ে উপভোগ করতে দেখা যায়।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলতি মাসের ৯ মার্চ উপজেলা প্যারেড গ্রাউন্ডে এই খেলার উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। খেলায় ১টি পৌর ও উপজেলার ১৭ ইউনিয়নের সর্বমোট ১৮টি দল অংশ গ্রহন করে।
ফাইনালে লড়তে শনিবার দিনের প্রথম খেলায় মনোহরপুর ও হরিহরনগর ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। এতে মনোহরপুর ইউনিয়ন একাদশ ২-১ সেটের ব্যবধানে হরিহরনগর ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালে উঠে। দিনের অপর খেলায় কুলটিয়া ইউনিয়ন ২-১ সেটের ব্যবধানে হরিদাসকাটি ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে।
সেমিফাইনালে টুর্নামেন্টে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিকেল সাড়ে ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করবেন।

খেলা

আপনার মতামত লিখুন :