মণিরামপুরের প্রতিবন্ধী কিশোর ৭ দিন ধরে নিখোঁজ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 23 March 2019

মণিরামপুর প্রতিনিধি: সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি মণিরামপুরে আমের আলী (১৭) নামের এক প্রতিবন্ধীর। আমের আলী পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। গত ১৫ মার্চ শুক্রবার সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজের বড় ভাই রেজাউল ইসলাম মণিরামপুর থানায় জিডি করেছেন। যার নং-৮১০।
রেজাউল ইসলাম জানান, তার ছোই আমের আলী বুদ্ধি প্রতিবন্ধী। চলতি মাসের ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাঠের (আসবাবপত্র) কাজ করতে উপজেলার নোয়ালি গ্রামে জনৈক মুনসুর দেওয়ানের বাড়িতে যায়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। পরে তিনিসহ পরিবারের সদস্যরা আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। এসময় তার পরনে লুঙ্গী ও সাদা গেঞ্জি ছিলো।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :