মণিরামপুরের কৃষক রহমতুল্লাহ হত্যা মামলার চার্জশিট দাখিল

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:45 PM, 24 March 2019

এবিসি নিউজ: যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের কৃষক রহমতুল্লাহ হত্যা মামলায় আরএম ব্রিকসের মালিকসহ ৪জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে মণিরামপুর থানার এসআই শেখ আশরাফুল আলম এই চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন, মণিরামপুরের কোদলাপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, খেদাপাড়া গ্রামের মকবুল হোসেন ও তার ছেলে জুয়েল হোসেন এবং লুৎফর রহমানের ছেলে আবু হুরাইরা। মামলার বিবরণে জানা গেছে, খেদাপাড়া এলাকায় আসামি আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেন একটি ইট ভাটা নির্মাণ করেন। ওই সময় ভাটার জন্য আরো জমির প্রয়োজনে রহমতুল্লাহর পরিবারের কাছ থেকে ভাটার পাশের কিছু জমি বদল করে ইট তৈরির কাজে ব্যবহার করতো কর্তৃপক্ষ। পরবর্তীতে রহমতুল্লাহকে অন্য স্থানে জমি বিনিময় না করে নানা ধরনের তালবাহানা করতে থাকে। এতে করে রহমতুল্লাহ ও তার পরিবার নিজেদের জমি ফিরিয়ে নিতে চায়।

২০১৮ সালের ১২ জুলাই রহমতুল্লাহ ও তার পরিবারের লোকজন জমিতে চাষাবাদের জন্য গেলে ভাটার লোকজন তাদের উপর হামলা করে। এ সময় রহমতুল্লাহসহ তিনজন আহত হয়। গুরুতর আহত রহমতুল্লাহকে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তার ভাই আব্দুর রহমান বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে রহমতুল্লা মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে অভিযুক্ত জুয়েল হোসেন কারাগারে আটক ও অন্যরা জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :