মণিরামপুরকে মডেল উপজেলায় পরিণত করা হবে-প্রতিমন্ত্রী

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:35 PM, 09 March 2019

আব্দুর রহিম রানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে মণিরামপুর দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত হবে।
উপজেলার সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। পড়ুন>>>ঢাকার মালিবাগে সুপার মার্কেটে আগুন

শুধু মণিরামপুর না, যশোর তথা সারাদেশে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আশু
রোগমুক্তি কামনায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করছেন। ইতোমধ্যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামীতে দেশের উন্নয়ন দেখে বিশ্ব তাক লেগে যাবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম,এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমা খানম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আ’লীগনেতা সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মজিদ, অ্যাাড. বশির আহম্মেদ খান, উত্তম
মিত্র, পৌর আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলন, ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ, মাজহারুল ইসলাম, মহিলা লীগ নেত্রী আসমাতুন্নাহার,
উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল ইসলাম, যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
আলোচনা শেষে জননেতা ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল
ইসলাম জানান, সভায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষ্যে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :