ভোটের পর শুরু হবে যশোর ভৈরবপাড়ের স্থাপনা উচ্ছেদ অভিযান

এবিসি নিউজ:উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ভৈরব পাড়ের শহর অংশের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে ফের উচ্ছেদ কার্যক্রম চালাবে প্রশাসন। পড়ুন>>>কাল রোববার যশোরের ৮টি উপজেলার মধ্যে ৭টিতে ভোট
বৃহস্পতিবার উচ্ছেদের প্রথম দিনে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসনের বুলডোজার। শহরের দড়াটানা এলাকায় এই উচ্ছেদের পর সেখানে এখন শত শত উৎসুক জনতা ভিড় করছেন। আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাকি দখলদারদের উচ্ছেদ দেখতে।
বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান শুরুর পর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল। একই কারণে শনিবারও বদ্ধ ছিল। আর রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব পালন করতে সরকারি কর্মকর্তারা ব্যস্ত থাকায় আরো দুই-তিন দিন অভিযান বন্ধ থাকবে।
যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, রোববারের উপজেলা নির্বাচনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে হচ্ছে। নির্বাচনের কারণে সরকারি কর্মকর্তারা রোববার ও তার পরে আরো দুইদিন ব্যস্ত থাকবেন। এর পরপরই ফের শুরু হবে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। যে অভিযান শুরু হয়েছে পুরো দখলদার উচ্ছেদ না হওয়া পর্যন্ত সেই অভিযান চলবে।
তবে অভিযান আপাতত বন্ধ থাকলেও উৎসুক জনতার আগ্রহের কমতি নেই। সারা দিনমান প্রখর রোদ মাথায় নিয়ে তারা ভৈরব পাড়ের সেই ‘নান্দনিক দৃশ্য’ দেখতে হাজির হন। অনেকে সেলফি তোলেন, সাথে প্রশাসনকে ধন্যবাদ সম্বলিত ক্যাপশন লিখে তা আপলোড করছেন ফেসবুকে। অনেকে আবার ভৈরব দখল করে গড়ে তোলা সব বহুতল অট্টালিকা ভাঙার অপেক্ষায় রয়েছেন বলে ফেসবুকের মাধ্যমে জানান দিচ্ছেন।
অনেকে বলেছেন, ফেসবুকে অবৈধ দখলদার উচ্ছেদের ছবি দেখে ছুটে এসেছি ভৈরব নদকে মনভরে দেখার জন্য। নদীপাড়ের স্থাপনা ভৈরব নদকে আড়াল করে রেখেছিল। প্রায় খালে পরিনত হয়েছিল নদটি।
খুলনা বিভাগ