ভোট কেন্দ্রে গোলাগুলিতে পুলিশ সদস্য গুলিবিদ্ধ: আহত ৫

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  11:12 AM, 24 March 2019

চট্টগ্রাম সংবাদদাতা: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে ফরহাদ হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলিতে দু’পক্ষের অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে।

আজ রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী।

তিনি জানান, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দুপক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

এদিকে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পটিয়া এলাকা অতিক্রম করেছে বেশ খানিকক্ষন আগে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যেই চমেকের জরুরি বিভাগে ব্যবস্থা নেয়া হয়েছে।

এরআগে শনিবার রাতে নির্বাচনের আগ মুহূর্তে উপজেলার খান হাট এলাকায় একটি নির্বাচনী গোপন বৈঠকে হানা দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দনাইশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম নাজিম উদ্দীন। তার সঙ্গে দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন এলডিপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এঘটনায় সাধারণ ভোটারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চট্টগ্রাম বিভাগ

আপনার মতামত লিখুন :