ভিকারুননিসার ইচ্ছেই শেষ কথা ! বেতন বাড়ালো ২০০ টাকা

এবিসি নিউজ: রাজধানীর ভিকারুননিসা স্কুল শাখায় মাসিক বেতন ২শ’ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাস থেকে এ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।স্কুলটিতে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় তারা অভিভাবকদের উপর জুলুমবাজি চালাচ্ছে,এমন অভিযাগ অনেক অভিভাবকের
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, শনিবার (২৩ মার্চ) দিনগত রাতে প্রিন্সিপালের মোবাইল নম্বর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ক্ষুদেবার্তায় বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের বিভিন্ন খরচ মেটানোর স্বার্থে ২শ’ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখা বেইলি রোডে। এছাড়াও রাজধানীর আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরায় ভিকারুননিসার স্কুল শাখা রয়েছে।
অভিভাবক মহলের অভিযোগ এই বাণিজ্যিক স্কুলটিতে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। যেকারণে তারা যাখুশি তাই করছে। তারা একবারও ভাবেন না, কথায় কথায় বিভিন্ন খাত সৃষ্টি করে অর্থ চাইলে অনেক অভিভাবক দিতে পারবেন না।তাদের উপর জুলুমবাজি হবে।
ঢাকা বিভাগ