ভাস্কর মনি সরকারের কবিতা-বন্ধু

বন্ধু
.…….ভাস্কর মনি সরকার
বন্ধু মানে
হঠাৎ খুশির বন্যা ভাসা প্রাণ,
বন্ধু মানে
তোমার মুখে আমার জয়গান।
বন্ধু মানে
দুঃখ সুখে তোমায় কাছে পাওয়া ,
বন্ধু মানে
দুচোখ বুজে শূন্য পানে ধাওয়া।
বন্ধু বড়ো কঠিন শপথ
দৃঢ় অঙ্গীকার ,
বন্ধু তুমি থাকলে সাথে
সকল আঁধার পার।
সূর্য ওঠা আলোর সকাল
নিঝুম আঁধার রাত,
বন্ধু তুমি থেকো সাথে
বাড়িয়ে তোমার হাত।।