ভাস্কর মনি সকারের কবিতা>শক্তি

জনশক্তি
–-ভাস্কর’স
উত্তাল সময়ে
লড়াইয়ে ময়দানে রেখেছি পা
১৯৪৭ থেকে ১৯৭১ সাল।
মায়ের ভাষায়, মাতৃ ভূমিতে
কখনো ঘোর আঁধার
দুর্বৃত্তরা করেছে রাজ!
কখনো দুর্বার আন্দোলনে
ক্ষত-বিক্ষত হয়েছে তাজা প্রাণ।
কখনো নতুন জীবন
গড়তে থাকা মানুষের হাতে
মেহনতি মানুষের জীবনের স্পদন
প্রতি দিন প্রতি রাত।
তারুণ্যের টকবগে শক্তি মিলে
বুকের তাজা রক্তে
আটচল্লিশ ছুঁয়েছে
আজকের বাংলাদেশ।
তবুও চলে বৈষম্য-হানাহানি!
অসাম্প্রদায়িক রাষ্ট্রে
আড়ালে আড়ালে হানা দেয় সাম্প্রদায়িকতা!
লাঙ্গলের ফলা জুড়ে
মাথার ঘাম পায়েতে পেলে যারা
ধরণীর বুক ছিড়ে ফসল ফলায়
যারা ঝড়-ক্ষরা উপেক্ষা করে
নিজে থেকে অনাহারে
জাতির খাদ্যে যোগায়।
ঋণের টাকার মামলা-হামলায়
গ্রাম্য কৃষক কেন আজ ফেরারি