মোঃ সোহেল রানা,চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ২১(ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা।
দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত ও জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে।
পরে প্রভাত ফেরী নিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সফল সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি।
ডাঃ গোলাম রাব্বানী,অধ্যাপক শরিফুল আলম, যুগ্ন সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজি বাবলু,উপ দপ্তর সম্পাদক মুনিরুল ইসলাম, জেলা আওয়ামী সদস্য মোখলেসুর রহমান,বুলেট ওলিউর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু,সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।