ভারতে কারাভোগের পর বেনাপোলে ফিরলেন ২৪ নাগরিক

বেনাপোল সংবাদদতা: চাকরির আশ্বাস দিয়ে ভারতের বেঙ্গলোরে পাচার করা ২৪ বাংলাদেশী নাগরিককে দীর্ঘ ৩ বছর পর বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরৎ পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার সকালে ভারতের পেট্টাপোল চেকপোস্টের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। দেশে ফেরা যুবকদের বাড়ি যশোরের বেনাপোল রঘুনাথপুর, সাতক্ষিরা, শ্যামনগর, যশোর খুলনাসহ বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল বাশার জানান, তিন বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যায় এসব বাংলাদেশী যুবক। এক পর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর কন্টাটক সেন্টাল জেলে হাজতবাস শেষে দেশে ফেরে তারা।
বেনাপোল রঘুনাথপুর গ্রামের নজরুল, জালাল হোসেন, ইমাম হোসেন, গোগার সাদ্মাম হোসেন, সাতক্ষিরার আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, খুলনার রফিকুল ইসলাম, লিটন হোসেন, যশোরের ছাব্বির হোসেনসহ ২৪ বাংলাদেশী নাগরিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
খুলনা বিভাগ