ভাগ্য ফেরাতে’ আর্জেন্টিনার জার্সি বদল

এবিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা সামনে রেখে জার্সিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। অনেকেই বলছেন, ভাগ্য বদলাতে এই জার্সি বদল। আসলে জার্সিতে পরিবর্তন আনা হলেও রঙে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের আকাশী নীল ও সাদা রঙই রাখা হয়েছে। পরিবর্তনটা শুধু ডিজাইনে।
এরআগে আর্জেন্টিনার জার্সিতে সাদা রঙের উপর আকাশী-নীল দাগ দেখা যেত। এবারও দাগগুলো রয়েছে, তবে সেগুলো একটু আঁকাবাঁকা। এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি জার্সিটি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো মেসিদের নতুন জার্সির ছবি প্রকাশ করেছে। তবে কোথা থেকে এই ছবি পেয়েছে সেটা অবশ্য বলেনি। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে আয়োজিত হবে এবারের আসর। ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সবশেষ ১৯৯৩ সালে কোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এর পর চারবার কোপা আমেরিকায় খেলেছে, ফাইনালে উঠেছে দুই বার কিন্তু শিরোপা জেতা হয়নি মেসিদের। এবার নতুন জার্সিতে ভাগ্যের সিকে ছিঁড়ে কিনা সেটাই দেখার বিষয়।
আন্তর্জাতিক