ব্রাহ্মণবাড়িয়ার স্কুল শিক্ষিকা নিখোঁজ:পরিবারের শঙ্কা অপহরণ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:41 PM, 21 March 2019

পপি মালাকার নামের এই হিন্দু মেয়েটি গত রবিবার (১০-০৩-১৯) থেকে নিখোঁজ রয়েছে….!!! পরিবারের ধারণা হয়তো তাকে কে/কাহারা জোর করে তুলে নিয়ে গেছে! সে একটা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন! মেয়েটিকে উদ্ধার করতে হবে। মেয়েটির বয়স আঠারো হয়নি। জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয় নগর, বিভাগ চট্রগ্রাম, গ্রাম সিংগারবিল উথারিয়া পাড়া, ৯ নং ওয়ার্ড।
The Hindu girl named Poppy Malakar is missing on Sunday (10-03-19) …. !!! The family may have thought of who / who was picked up by force! She was an assistant teacher of a pre-cadet school! The girl needs to be rescued. The girl was not eighteen. District Brahmanbaria, Thana Bijoy Nagar, Division Chittagong, Village Singagaril Utharia Para, 9 ward.

বাবার নাম নারায়ণ মালাকার, মায়ের নাম মিলন মালাকার, বড় ভাই হারাধন মালাকার, ছোট ভাই চন্দন মালাকার, দুই বোনের আগেই বিয়ে হয়ে গেছে আর ছোট (পপি মালাকার) জনের বিয়ে হয়নি।
Father’s name Narayan Malakar, mother’s name Milon Malakar, elder brother Haradhan Malakar, younger brother Chandan Malakar, got married before two sisters and the younger (Poppy Malakari) people did not get married.

আমরা সবাই প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে খুঁজে পেতে প্রসাশনের সার্বিক সহযোগিতা কামনা করছি!
We are all drawing attention to the administration and seeking all the help of the administration to find him!

মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ নম্বর ০১৭০৭ ৮০ ১৭ ৩৪
Contact number 01707 80 17 34 with the girl’s family——–

সংগ্রহ: রাজীব চন্দ্র শীলের ফেসবুক ওয়াল থেকে 

Rajib Chandra Shil is with জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি and 7 others.

চট্টগ্রাম বিভাগ

আপনার মতামত লিখুন :