করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর শহীদবাগ জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে বাদ জোহর আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রথম জানাজার সময় সুপ্রিম কোর্ট আাইনজীবী সমিতির পক্ষ থেকে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অন্যান্য সদস্যরা, ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) এবং সিলেট ও হবিগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।।