বেনাপোলে ১০ হাজার ডলারসহ ফরিদপুরের কবির আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:20 PM, 19 March 2019

বেনাপোল প্রতিনিধি: আজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল চেকপোস্ট থেকে ১০ হাজার ৩ ইউএস ডলারসহ কবির  নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। কবির ফরিদপুর মালিগ্রামের মনসের মাতব্বরের ছেলে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বিপুল পরিমাণ ডলার নিয়ে এক পাসপার্ট যাত্রী ভারতে যাচ্ছে। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদের নেতৃত্ব বিজিবি সদস্যরা কবিরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০হাজার ৩ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় ৮লাখ ৪০হাজার ২৫০টাকা।
আটককৃতের বিরুদ্ধের পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :