বেনাপোলে ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব

এবিসি নিউজ: যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। এসময় ট্রাক চালক আলামিনকে আটক করা হয়। আলামিন ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের বাবুল আক্তারের বাগানবাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় (ঢাকা মেট্টো-ড-১৪-১৮৭২) একটি ট্রাক জব্দ করা হয়। ওই ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের শাড়ি, ওয়ান পিস, থ্রিপিস, শিশুদের ফ্রগ, সার্ট, জিন্স প্যান্ট, বিভিন্ন ধরনের প্যান্টের পিস, টি সার্ট, পটকা বাজি, ময়ুরের পালক ও সামুদ্রিক শুটকি মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১ হাজার ৯শ’ টাকা। আর ট্রাকের আনুমানিক মূল্য ৮ লাখ টাকাসহ মোট ২৪ লাখ ১ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।
খুলনা বিভাগ