বৃষ্টির দেখা নেই ! বজ্রপাতে ঝরে গেল ৬ জনের প্রাণ
এসব মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ জেলায় নেমেছে শোকের ছায়া

বৃষ্টির খোঁজ নেই কিন্তু বজ্রপাতে যাচ্ছে প্রাণ। শুক্রবার (১৭ জুন) ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। ফুটবল খেলার মাঠে ও বিলে মাছ ধরার সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
দুপুরে ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যায় শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে, দুপুরে ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া বালাপাড়া এলাকায় বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে মারা যান হাসেন আলীর ছেলে আবু বক্কর (৪০) ও পচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বিল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সকালে মুষলধারে বৃষ্টির সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে আহত হন গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।
স্থানীয়রা বলছেন, এ যেন বিনা মেঘে বজ্রপাত। বৃষ্টির দেখা মিলছে না কিন্তু বজ্রপাতে প্রাণ যাচ্ছে মানুষের। প্রকৃতির এ কেমন খেলা ? প্রশ্ন সচেতন মহলের।