বুড়িমারীতে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আ’লীগের দু’পক্ষের তান্ডব

লালমনিরহাট সংবাদদাতা:জেলার পাটগ্রামে উপজেলার বুড়িমারীতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনদল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। এসময় উভয়পক্ষের আটটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে।
আরও পড়ুন>>>যশোরে শিশু ছাত্রী তিশার খুনি গোলাগুলিতে পরপারে
মঙ্গলবার রাতের এই সংঘর্ষকে কেন্দ্র করে রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ছিল অবরুদ্ধ। এ সময় যানবাহন চলাচল করতে পারেনি। স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে দিয়েছিল আতঙ্ক।
পড়ুন>>>আজ যশোর উদীচী ট্রাজেডি দিবস
খবর পেয়ে পুলিশ গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
পাটগ্রাম থানার ওসি সাজ্জাত হোসেন রাত ১১টার দিকে গণমাধ্যমকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও এবারও দলের মনোনয়ন পাওয়া রুহুল আমিন বাবুলের (নৌকা) সঙ্গে লড়াইয়ে রয়েছেন ওয়াজেদুল ইসলাম শাহীন (আনারস) প্রতীক নিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনের নির্বাচনী সভা শেষে কর্মী-সমর্থকরা বের হওয়ার সময় বাবুলের সমর্থকরা হামলা চালায়। এসময় আটটি মোটর সাইকেলে আগুন দেয়।
হামলায় মোতাহার, তামজিদ ও সুমন নামে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন শাহীনের অনুসারী বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক বাদশা মিয়া।
এই খবর ছড়িয়ে পড়লে পাটগ্রাম শহরের প্রবেশদ্বার কলেজ গেইটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে শাহীনের সমর্থকরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও ওসি সাজ্জাত হোসেন ঘটনাস্থলে গিয়ে আলোচনা চালিয়ে তাদের শান্ত করেন।
পাটগ্রাম উপজেলার প্রবেশপথ বাউরা বাজারেও অবরোধ করে রাখে আনারসের সমর্থকরা। এতে উভয় পাশে অর্ধসহস্রাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
তবে এখনো গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজনীতি