বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীর আত্নহত্যার চেষ্টা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ভুক্তভোগীর

শহীদ জয়শহীদ জয়
  প্রকাশিত হয়েছেঃ  09:24 PM, 09 December 2022
প্রতিকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর বিয়েতে রাজি না হওয়ায় আত্নহত্যার চেষ্টা করেছেন এক কলেজ ছাত্রী। হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

 

ভুক্তভোগী ছাত্রী জানান, তিনি শহরের একটি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দু’বছর আগে ফেসবুকে শহরের বারান্দিপাড়া বউবাজার মাঠপাড়া এলাকার নওশের আলীর ছেলে মুরাদ হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের কথা বলে গত ৬ মাস ধরে মুরাদ হোসেন শারীরিক সম্পর্ক করে আসছিলো। ৫ ডিসেম্বর সকালে মুরাদ তাকে বিয়ে করার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তারা আবারও শারীরিক সম্পর্কে মিলিত হন। তখন এলাকার ছেলেরা তাদের ধরে ফেলে এবং বিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মুরাদ হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। তিনি বাড়িতে ফিরে সকল বিষয় পরিবারকে জানান।

পারিবারিক সূত্রের দাবি- ছেলেটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তার পরিবার অস্বীকার করে। এরপর থেকে ওই কলেজ ছাত্রী তার এক আত্মীয় বাসায় যেয়ে ৮ ডিসেম্বর হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতারে ভর্তি করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওই ছাত্রীর পরিবার।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :