বিশ্ব বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ফলো করছে- প্রতিমন্ত্রী স্বপন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:04 PM, 05 April 2019

মণিরামপুর প্রতিনিধি: এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়নের রোল মডেলকে কাজে লাগাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে মণিরামপুর উপজেলা দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিনত হবে। উপজেলার সামগ্রিক উন্ননের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। শুধু মণিরামপুর না, জননেত্রী শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনায় যশোর তথা সারা দেশে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে ডাঙ্গা মহিষদিয়া স্কুল মাঠে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখর চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা শুধু শহরে নয়, পৌঁছে যাবে গ্রামে। শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষ ভোগ করবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহন করে কাজ শুরু করে দিয়েছে।
আওয়ামী লীগ নেতা মদন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, আব্দুর রাজ্জাক, অ্যাড. বশির আহম্মেদ খান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রণয় চৌধূরী, হাফিজ উদ্দীন প্রমূখ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের তারকা খচিত চিত্র ও সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
তারকা শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র নায়ক রিয়াজ রহমান, সঙ্গীত শিল্পী মেহজাবিন, মলয় কমুার গাঙ্গুলী, প্রিয়াংকা প্রমুখ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :