বিশ্বমানের হাসপাতাল চান জনপ্রিয় নেত্রী নাজনীন আলম

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:07 PM, 06 March 2019

ময়মনসিংহ সংবাদদাতা: বিশ্বমানের একটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন ময়মনসিংহের জনপ্রিয় নারী নেত্রী নাজনীন আলম। দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা ও কষ্টের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বমানের একটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবি তুলে ধরে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম।

পড়ুন>>>আগামী দুই সপ্তাহের ভেতর সুস্থ হয়ে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

একই সঙ্গে নিজের ফেসবুকে স্ট্যাটাসকে অতি জনগুরুত্বপূর্ণ জানিয়ে পোস্টটি শেয়ার ও প্রচার করে জনমত সৃষ্টিতে অবদান রাখতে বিনীত অনুরোধ করেন। এ পর্যন্ত তার ফেসবুক স্ট্যাটাসটিতে লাইক পড়েছে চার হাজারেরও বেশি। কমেন্ট পড়েছে এক হাজারেরও অধিক। তার ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ছয়শ’র বেশি। তার স্ট্যাটাসটির প্রশংসা করেছেন অনেকেই। সেই সঙ্গে তার সঙ্গে একমত পোষণ করেছেন অনেকেই।

নাজনীন আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, একটা বিশ্বমানের হাসপাতাল চাই। দেশের ১৮ কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। যেখানে সর্বোচ্চ চিকিৎসাসেবার সুযোগসহ দেশি-বিদেশি বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। দেশের গরিব মানুষ কম খরচে জটিল রোগের চিকিৎসা নিতে পারবেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের দেশের মানুষকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভারতে আর যেন যেতে না হয়। বিদেশ থেকে যেন রোগীরা আসে বাংলাদেশে চিকিৎসা নিতে। এদেশে এমনটা কী কোনো দিন সম্ভব হবে না। আমাদের দেশ অনেক এগিয়েছে। বিদেশ নির্ভরতাও কমেছে। ওষুধ উৎপাদনে আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। আপনার হাত ধরে পদ্মা সেতুসহ অনেক সফলতাই তো এসেছে। তাহলে, চিকিৎসাক্ষেত্রে বিদেশ নির্ভরতার লজ্জা কেন দূর হবে না?। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিশ্বমানের একটি হাসপাতাল চাই আমরা।’

একজন নারী নেত্রীর এই চাওয়া অতিজনগুরুত্বপুর্ণ বলে মত দিয়েছেন সচেতন মহলের অনেকে।

ময়মনসিংহ বিভাগ

আপনার মতামত লিখুন :