বিভিন্ন স্থানে সেতু মন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এবিসি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে ঝিনাইদহের মহেশপুর ও সাতক্ষীরার কালিগঞ্জসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যশোর ও ঝিনাইদহেও আওয়ামী লীগের উদ্যোগে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে যশোরের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। মঙ্গলবার সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি ও পরিষদের সভাপতি এম ইদ্রিস আলী, সিনিয়র আইনজীবী মঈনুদ্দিন মিয়াজী, পিপি রফিকুল ইসলাম পিটু, জিপি সোহেল শামীম, সৈয়দ কামরুল ইসলাম, তাজমিলুর রহমান স্বপন, আবু সেলিম রানা, বিশেষ পিপি বদরুজ্জামান পলাশ, খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সৈয়দ কবিরুল ইসলাম জনি প্রমুখ। শেষে ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
যশোরের রূপদিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু হাসান নোমান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু হানিফা, সহ-সভাপতি ডা. কবির, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফসিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সদর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক প্রভাষক আল-মাহমুদ, যুগ্ম আহবায়ক ফসিয়ার রহমান ভুট্টো, রফিক হোসেন, সেলিম হোসেন, আবুল হোসেন সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল করে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শেখ নিজাম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহানেওয়াজ খোকন, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, শেখ হাসেম আলী, খবির উদ্দিন, আশরাফুন নাহার শিউলী, আওয়ামীলীগ নেতা মোমতাজ উদ্দিন শান্তি, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু, যুগ্ম-আহবায়ক আবু হানিফ, আশাবুল আরাফ শিমুল, আশিকুর রহমান, আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম দোলন, আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, পৌর ছাত্রলীগের আহবায়ক আলমগীর কবির প্রমুখ।
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খান আসাদুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ। সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মুফতি আব্দুর রহিম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক হারুন-উর-রশিদ, পৌর আ‘লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা আ‘লীগের সাবেক সাধারন সম্পাদক ও জর্জকোটের অতিরিক্ত পিপি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, উপজেলা আ‘লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ উজ্বল, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা তাঁতী লীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ। সভায় উপজেলা আ‘লীগ, মহিলা আ‘লীগসহ ১২ ইউনিয়ন আ‘লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ