বাড়ি পেয়ে খুশি নড়াইলের ১৯০ পরিবার

নড়াইলে মুজিববর্ষ উপলক্ষ্যে আরও ১৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাড়ি। প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বাড়ি পেয়ে খুশি হয়েছেন পরিবারগুলো। তারা বলছেন এতদিন পর সরকার একটি ঠিকানা করে দিলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন।
রবিবার (২৪ এপ্রিল) নড়াইলের আয়োজনে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায়) এর ২৬ এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাহিত হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, জেলায় এ পর্যন্ত একহাজার ৮৩১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে এ কার্যক্রমের আওতায় জেলার তিন উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৭৭টি পরিবারকে পুনঃবাসন করা হয়েছে। এবার ৩য় পর্যায়ে তিনটি ধাপে ( ১ধাপে ২৬টি, ২য় ধাপে ৭৯, ৩য় ধাপে ৮৫টি) মোট ১৯০টি পরিবারকে ২ শতক জমি সহ গৃহ দেয়া হচ্ছে। প্রতিটি বাড়ি ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দেশের অন্যান্য জেলার সাথে নড়াইল জেলায়ও আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ পাওয়া ১৯০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে নির্মাণ শেষ পর্যায়ে ৯৫টি নির্মিত গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা (২ শতক জমি) সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর এর উদ্বোধন করবেন।
বাংলাদেশ