বাবা-মায়ের কবরের পাশে নিরনিদ্রায় পলি:ভবন মালিকের ফাঁসির দাবি এলাকাবাসির

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  03:03 AM, 30 March 2019

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা:বনানীর এফআর টাওয়ারে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যুর শিকার চাঁপাইনবাবগঞ্জের ফ্লোরিডা খানম পলি চিরনিদ্রায় শায়িত হলেন বাবা-মায়ের কবরের পাশে। শুক্রবার দুপুর ১টার দিকে তার মরদেহ শিবগঞ্জের বাড়িতে পৌঁছালে সেখানে উপচেপড়া মানুষের ভীড় জমে। স্বজনদের সাথে কাদেন তাদের অনেকে। বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গণে পলির জানাজা শেষে পলিকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

নিহত ফ্লোরিডা খানম পলি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ইউসুফ উসমান মনুর স্ত্রী এবং পৌর এলাকার মৃত আফজাল হোসেনের তৃতীয় কন্যা সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পলি স্ক্যানওয়েল লজিস্ট্রিক লিমিটেডের বিভাগীয় প্রধান ছিলেন। তার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের পর থেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ফয়সাল ও স্বামীকে নিয়ে ঢাকার মিরপুরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন পলি।
পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু জানান, তিনি তার খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পারেন। সর্বশেষ তিনি তার কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলায় যেতে সক্ষম হন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি একটি টেক্স ম্যাসেজ তার খালার সেল নম্বরে দিয়ে রাখেন। পরবর্তীতে তার খালার মরদেহ সিএমএইচ হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তার সেই ম্যাসেজ দেখে তার সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্ত করে নিয়ে যেতে বলেন। পরে তার খালু মরদেহ সনাক্ত করে গ্রামের বাড়িতে নিয়ে যান।

এদিকে এঘটনায় ক্ষুব্দ নিহত পলির এলাকার মানুষ ভবন মালিকের ফাঁসির দাবি জানিয়েছেন।

রাজশাহী বিভাগ

আপনার মতামত লিখুন :