বাগেরহাটে সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:29 PM, 11 March 2019

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বাগেরহাটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাহফুজ সোনালী ব্যাংক বাগেরহাট শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সদর উপজেলার মুক্ষাইট গ্রামের শেখ আনিছুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক বাগেরহাট শাখা থেকে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬শ’ ১০ টাকা আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ এনে বাগেরহাট শাখার তৎকালীন ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে দুদক তদন্ত শুরু করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ৩ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। এরমধ্যে ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান, আত্মসাৎকালীন সময়ে দায়িত্বরত ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান, জুনিয়র অফিসার (ক্যাশ) জাহাঙ্গীর হোসেনসহ ১২ জন গ্রাহক রয়েছে। এরমধ্যে লায়লা বেগম নামে একজন গ্রাহক জেল হাজতে আছে।
দুদকের আইনজীবী এ্যাড. মিলন কুমার ব্যানার্জী বলেন, দীর্ঘ তদন্ত শেষে দুদক ব্যাংকের তিন কর্মকর্তাসহ ১৫জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। সোমবার প্রধান আসামি শেখ মাহফুজুর রহমানের জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :