বাগেরহাটে বিএনপি’র কর্মীসভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দীর্ঘদিন পর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলকে সু সংগঠিত করতে জেলা বিএনপি নির্বাহী সভা করেছে।
শনিবার দুপুরে শহরের সরুই এলাকায় জেলা বিএনপির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মন্জু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু। জেলার সবকয়টি উপজেলা ও পৌর সভার ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের নেতারা বক্তব্য রাখেন। তারা কেন্দ্রীয় নেতাদের তাদের সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরে সমাধানের দাবি জানান। প্রধান অতিথি মন্জু বলেন, দেশের সংকটময় সময়ে রাজনৈতিক কর্মী হিসেবে নিজ দায়িত্ব পালন করতে হবে।
খুলনা বিভাগ