বাগেরহাটে ঢাকাগামী বাস থেকে ইয়াবাসহ বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ৭‘শ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ মাওয়া- খুলনা মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া এলাকায় খুলনা থেকে ঢাকা গামী একটি ফাল্গুনী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে। মনির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে। পড়ুন>>>যশোরে দু’জনের লাশ উদ্ধার
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়েছে। মনিরের শরীর তল্লাশী করে ৭‘শ পিস ইয়াবা পাওয়া গেছে। মনির খুলনা থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা বিভাগ