বাগেরহাটের ৯ উপজেলায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:46 PM, 04 March 2019

বাগেরহাট সংবাদদাতা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ভোটে লড়দে মনোনয়নপত্র জমাদানের শেষদিন রোববার বাগেরহাট জেলার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে রোববার সকাল থেকে উৎসবমূখর পরিবেশে জেলা রিটাইনিং অফিসার ও স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। জেলা রিটানিং অফিসার জহিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন।

আরও পড়ুন>>>চৌগাছায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, আমির হোসেন, মাস্টার রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য মহিতুর রহমান পল্টন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, কেন্দীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তালুকদার রিনা সুলতানা, রূপান্তরের জেলা সমন্বয়কারী রিজয়িা পারভিন। এছাড়া কচুয়ায় উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১জন, ভাইস চেয়ারম্যান ৬, মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন।
ফকিরহাটে উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১জন। মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইন চেয়ারম্যান ৫জন।
চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন ।
রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২জন।
মংলা উপজেলা চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন।
মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২জন ।
শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন। প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহম্মেদ এই তথ্য নিশচিত করেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :