বনানীর আগুন নেভাতে আকাশে উড়ছে হেলিকপ্টার

সমর ভৌমিক, ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের একটি বহুতল ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, ভেতরে আটকা পড়েছেন অনেকে। সর্বশেষ খবরে জানা গেছে ১১ তলা থেকে বেশ কয়েকজন ঝাপ দিয়েছে। তাদের ভাগ্যেই কি জুটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে ছোপ ছোপ রক্ত দেখা গেছে। পড়ুন>>>বনানীতে এফ আর টাওয়ারে আগুন:নিয়্ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি টিম
বৃহস্পতিবার বেলা ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে আগুন লাগার পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে।
গিয়াস উদ্দিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ভবনের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
ঘটনাস্থল থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ভবন থেকে অন্তত সাত জন লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাদের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
যাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে সিরি ইন্দ্রিকা (৪৬) নামে এক শ্রীলংকান নাগরীকও রয়েছেন। তিনি হাতে আঘাত পেয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
ভবনের উপরের দিকের বিভিন্ন ফ্লোরের জানালা ভেঙে সাহায্যের আশায় হাত নাড়তে দেখা যায় অনেককে।
ভবনের সামনে উৎকণ্ঠিত ভিড়ের মধ্যে মহিউদ্দিন নামের একজন জানান, তার ভাই মোতাহার এফ আর টাওয়ারের ১৪ তলায় একটি বায়িং হাউজে কাজ করেন। বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে তিনি ভেতরে আটকা পড়ে আছেন। ফোনে ভাইয়ের সঙ্গে তার কথাও হয়েছে।
সর্বশেষ খবরে হতাহতের সঠিক কোন সংখ্যা জানা যায়নি।
ঢাকা বিভাগ