বছরের শেষ সূর্য

এবিসি নিউজ>এবিসি নিউজ>
  প্রকাশিত হয়েছেঃ  06:37 PM, 31 December 2022
বছরের শেষ সূর্য

বিদায় ২০২২, বিশ্ব দেখেলো বছরের শেষ সূর্য। ‘বৎসর বৎসর চলে গেলো/ দিবসের শেষ সূর্য/ শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে / নিস্তব্ধ সন্ধ্যায়/ কে তুমি?/ পেল না উত্তর…’। বছর শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ত অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।

 

 

বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছুই। অনেক স্মৃতি! বছরের শেষ সূর্যহিসেব মিলাই আমরা বছরের খেরো খাতা ঘেঁটে। ২০২২ সাল বিদায় নিচ্ছে।

এদিকে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে অনেকের কাছেই স্বপ্নের শহর কক্সবাজার। সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে সুর্যাস্ত দেখার আনন্দ যেন আরেকটি লোভনীয় স্বপ্ন। আর সেই সূর্য যদি বছরের শেষ সূর্য হয়, তাহলে সূর্যাস্ত দেখার আনন্দ আরো বহুগুন বেড়ে যায়।

বছরের শেষ সূর্যসামনে নতুন দিন সবার মনে নতুন বছরে আলোর নাচন। বছরের শেষ সূর্যই হয়ে থাক না আগামীর পথচলার নতুন পাথেয়…।

আন্তর্জাতিক

আপনার মতামত লিখুন :