ফুলতলায় যুবলীগ নেতা বিদ্যুতের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:21 PM, 01 April 2019

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা যুবলীগ নেতা ও আলকা নিবাসী মোল্যা কামরুজ্জামান বিদ্যুৎ (৪০) সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। মৃত্র্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে এম জিয়া হাসান তুহিন, শাহিদুল মোল্যা, ইসমাইল হোসেন বাবলু, আলী আযম মোহন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহাদাত বিশ্বাস, শাহাবাজ মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সনজিত বসু, ওয়াহিদ মুরাদ পিন্টু, এসকে মিজানুর রহমান, রবিন বসু, মোতাহার হোসেন কিরণ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। আজ (মঙ্গলবার ) বেলা ১১টায় পায়গ্রামকসবায় ও বাদ জোহর ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :