পাইকগাছায় পিলার প্রতারক চক্রের তিন সদস্য আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:32 PM, 06 March 2019

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় র‌্যাব অভিযান চালিয়ে কথিত সীমানা পিলার বিক্রির সাথে জড়িত প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে।
মামলা সুত্রে জানা গেছে, র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালত গ্রামে অভিযান চালিয়ে মালত সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মালত গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সেলিম হায়দার (৫০), শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে হাবিবুর গাজী (৪০) ও মালত গ্রামের শের আলীর ছেলে শামীম গাজীকে (৩৪) আটক করে। এ সময় তাদের কাছে থাকা কথিত সীমানা পিলার (ম্যাগনেট পিলার) যার গায়ে ইংরেজীতে খোদাই করা ঊঅঝঞ ওঘউওঅ ১৮১৮ ঈঙগ লেখা পিলারটিও জব্দ করে। র‌্যাব -৬ এর ডিএডি (জেসিও) বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলা নং -১৮, তারিখ-০৫.০৩.১৯। পড়ুন>>>মিয়ানমার ক্রিকেটের সবকিছু মাগুরার ছেলে বাপ্পী 

পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে সীমানা পিলারসহ আটক করেছে। আটককৃতদের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা ওসি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :