পাইকগাছায় দখিনার পদক ৯ গুণীর ঝুলিতে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পদক বিতরণ, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দখিনা’র পদক প্রদান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের রাড়–লীস্থ বসত বাড়িতে দখিনার সভাপতি এড. হেমন্ত সরকারের সভাপতিত্বে ও দখিনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দখিনার প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, শিল্পপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্যা, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, গোপাল চন্দ্র ঘোষ, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষ, অঞ্জলী রাণী শীল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, দখিনার সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু, ড. হারুনর রশিদ, কবি মুর্শিদা আক্তার রনি, প্রকৌশলী এসএম, আমজাদ হোসেন, শাহিনা বাবর, উদযাপন কমিটির আহবায়ক এসএম, মনোয়ার হোসেন লাভলু। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আজিজ, এড শফিকুল ইসলাম কচি, নরেশ গোলদার ও মুক্তা খাতুন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় এড. স.ম. বাবর আলী, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নারী জাগরণে বিশেষ অবদান রাখায় কবি মুর্শিদা আক্তার রনি, শিক্ষয়া বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, গবেষণায় বিশেষ অবদান রাখায় ড. হারুনর রশিদ, মানব কল্যাণে অবদান রাখায় আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সমাজকল্যাণে অবদান রাখায় আলহাজ্ব খুরশিদ আলম কাগজী, চিকিৎসা সেবায় অবদান রাখায় ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীসহ ৯ ব্যক্তিকে দখিনা পদক প্রদান করা হয়।
খুলনা বিভাগ