পাইকগাছায় তিন দিনব্যাপী গজালিয়া মিলন মেলার উদ্বোধন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:33 PM, 06 April 2019

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় তিন দিনব্যাপী গজালিয়া মিলন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে গজালিয়া উদয়ন সংঘ মাঠে অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মসিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, উদয়ন সংঘের সাবেক সভাপতি গাজী রেজাউল করিম, আলহাজ্ব এসএম আলী আকবর। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল হালিম সরদার, নজরুল ইসলাম হিরা, হাসানুজ্জামান, আব্দুল কাদের, প্রধান শিক্ষক চুমকি রায়, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আব্দুল বারিক, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, শহিদুল্লাহ কায়সার, সাবেক মেম্বর মুজিবর রহমান, শিক্ষক খলিলুর রহমান, মাওঃ আব্দুল মালেক, কোহিনুর বেগম, কাজল মোল্লা, শফিকুল ইসলাম মোড়ল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি ও কবির উদ্দীন সরদার। উদয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন মাসুদ কবির।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :