লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় সপ্তপল্লী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসান মাহমুদকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাঁকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। হাসান মাহমুদ (৩৫) দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।
কোপানোর সময় তাঁর সঙ্গে থাকা চাচতো ভাই তৌকির শেখ জানান, তাঁর পেছনে ছিলেন প্রধান শিক্ষক হাসান। হামলকারীরা তাঁকে পেছন দিক থেকে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে কেন তাঁকে কোপানো হয়েছে-তা ধারণা করতে পারছেন না পরিবারের সদস্যরা।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।