নড়াইলে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক (৭২) রোববার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজেউন)। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক পিজি) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্য হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পড়ুন>>>নড়াইলে আ’লীগ নেতার রগকর্তন
সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজারের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক শেখ আঃ হান্নান জানান, দীর্ঘদিন ধরে কমান্ডার ফকির মফিজুল হক নানা রোগে ভুগছিলেন।
খুলনা বিভাগ