নড়াইলে বিল থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:57 PM, 24 March 2019

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউপির চর বালিদিয়া গ্রামে সুজাত মোল্যা (২০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ । এটি হত্যা না আত্মহত্যা তা এখনো স্পষ্ট না। রোববার (২৪ মার্চ) ভোরে স্থানীয় লোকজন সুজাতের লাশ ইছামতি বিলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে। পড়ুন>>>নড়াইলে ভোট কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষ….
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সুজাত যশোরে রাজমিস্ত্রির কাজ করেন। রোববার ভোরে সুজাতের মৃত দেহ নলদী ইউপির চরবালিদিয়া গ্রামের নিজ বাড়ির কাছে ইছামতি বিলে পাওয়া গেছে। লাশের পার্শ্ববর্তী একটি গাছে গামছা ঝুলন্ত অবস্থায় থাকলেও সুজাতের লাশ ছিল বিলের মাঝে মাটিতে পড়া।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :