নড়াইলে নৌকার পক্ষে শ্রমিকলীগের মতবিনিময় সভা 

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:51 PM, 21 March 2019

নড়াইল প্রতিনিধি: তৃতীয়ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইল সদর উপজেলায় আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকে বিজয়ী করতে জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখা মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল বঙ্গবন্ধু চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি বিএম হামিনুর রহমানের সভাপতিত্বে সভায় সকলের কাছে ভোট ও দোয়া চেয়ে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন খান নিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সদর উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্যা বিপুল প্রমুখ।
বক্তারা, আগামী ২৪ মার্চ ৩য় ধাপে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান। অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :