নড়াইলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ৮ বছরের শিশু রায়হানের। সোমবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান বরাশুলা গ্রামের কৃষক বশির মোল্যার ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশু রায়হানের দাদা মশিয়ার রহমান ও পাশর্^বর্তী ডুমুরতলা গ্রামের দেলোয়ার হোসেন ট্রলি চালক। হাসান মোল্যার মাটি ও বালু আনা নেয়ার কাজে তারা দু’জন দুটি ট্রলি চালিয়ে থাকেন। ঘটনার সময় বরাশুলার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে থাকা ট্রলির কাছে দাদার সঙ্গে যায় শিশু রায়হান। ট্রলির পিছনের অংশ ধরে ঝুল খেলছিল রায়হান। অসাবধানতাবশত অপর ট্রলি চালক দেলোয়ার হোসেন ট্রলিটি চালু করে একটু পিছনের দিকে নেয়ার চেষ্টা করে। তখন পিছনে ঝুলে থাকা রায়হান ট্রলির ঝাঁকুনিতে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়। তার মাথায় জোরে আঘাত লেগে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাকালে তার মৃত্যু হয়। রায়হানের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ‘মৃতদেহের সুরতহাল রিপোট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে নড়াইল জেলা প্রশাসকের কাছে আবেদনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
খুলনা বিভাগ