নড়াইলে আ’লীগের সংঘর্ষ ঠেকাতে পুলিশের ফাঁকা গুলি: নিহত ১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান ওরফে কটাই শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কটাই শেখ কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের ওলিয়ার রহমান শেখের ছেলে।
সোমবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।এ ঘটনায় মহিলাসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের খুলনা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আব্দুল কাইয়ুম সিকদার ও আবেদ শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় এক পক্ষের দলনেতা আবেদ শেখের ভাই আজিজুর রহমান ওরফে কটাই শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।গুরুতর আহত কটাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবেদ শেখ (৫০), কাইয়ুম সিকদার (৪৮), রিপন(৪০),জুলফিকার (৪২),সুফিয়া বেগম (৭০),তুহিন সিকদারসহ (৩৫) কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ওসি মো.আলমগীর হোসেন আরো জানান,এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
খুলনা বিভাগ