কেশবপুরের ইউএনও মিজানূরকে প্রত্যাহার

>>>নির্বাচনে বিতর্কিত ভুমিকার অভিযোগ
আব্দুর রহিম রানাঃ যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানূর রহমানেক প্রত্যাহার করা হয়েছে। তাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের এক আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকেলে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তে নির্বাচনকালীন সময়ে ইউএনও মিজানুর রহমানকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নৌকার প্রার্থী এইচএম আমীর হোসেনের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। ইউএনও মাঠে থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।
প্রত্যাহারের দাবি জানিয়ে গত ২০ মার্চ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। নেতারা হুঁশিয়ারি দেন ‘ইউএনও মিজানুর রহমানকে প্রত্যাহার না করলে তারা গণপদত্যাগে বাধ্য হবেন।’
এর আগে প্রধানমন্ত্রীর দফতর, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দেন।
খুলনা বিভাগ