নিখোঁজের ৫দিন পর প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  11:29 PM, 15 March 2019

এবিসি ডেস্ক: নিখোঁজের পাঁচদিন পর ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সাহাব উদ্দিন (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের বলতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পড়ুন>>>যশোর জেলা ছাত্রলীগের সেক্রেটারীর হাতে যুবক খুন

নিহত সাহাব উদ্দিন বড়বালিয়া ইউনিয়নের জোড়দারপাড়া গ্রামের সল্টু মোহাম্মদের ছেলে। সে ভুল্লী কুমাড়পুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার বালিয়া বলতলা গ্রামের একটি গমক্ষেতে তার মরেদেহ দেখতে পায় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে গমক্ষেতে ফেলে রাখা হয়েছে। তদন্ত করে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।

রংপুর বিভাগ

আপনার মতামত লিখুন :