নিউজিল্যান্ডে হামলার ঘটনায় এবিসি গ্রুপের ক্ষোভ

এবিসি নিউজ: নিউজিল্যান্ডের দুটি মসজিদে গুলি করে হতাহতের ঘটনায় এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির (abc online activist unity) নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Police attempt to clear people from outside a mosque in central Christchurch, New Zealand, Friday, March 15, 2019. Many people were killed in a mass shooting at a mosque in the New Zealand city of Christchurch on Friday, a witness said. Police have not yet described the scale of the shooting but urged people in central Christchurch to stay indoors.(AP Photo/Mark Baker)
গ্রুপ পেজে এমডি আজম খান ও সমর ভৌমিক স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপ নেতারা বলেছেন এঘটনায় আমরা মর্মাহত ও বাকরুদ্ধ। নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। দিনটি নিউজিল্যান্ডের ইতিহাসে অন্ধকার ও এক কলঙ্কময় দিন হিসেবে রচিত হলো। পড়ুন>>>>নিউজিল্যান্ডে হামলা
পৈশাচিক ও নৃশংস এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও শোকাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গ্রুপের কেন্দ্রীয় সভাপতি সুনীল ঘোষ, সাংগঠনিক সম্পাদক(সারাদেশ) অধ্যাপক সামসুল আলম, সহ সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক সমর ভৌমিক, সহসভাপতি আজহার মাহমুদ ও মমতাজ পারভিন লিপি, ছবি সিনহা, প্রতিভাময়ী মন্ডল, ভাস্কর মনি সরকার, রানা সিকদার সুজা আহমেদ, সুলতানা খান দিনা, চন্দন দেবনাথ, বাসব রায়, আপেল মাহমুদ, আখতার হোসেন প্রমুখ। আরও পড়ুন>>>প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
এবিসি গ্রুপ নেতৃবৃন্দ দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে দ্রুত মানুষরুপী বন্দকুধারী জানোয়ারকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণের দাবি করেছেন। আরও পড়ুন>>>হামলায় নিহত বাংলাদেশি ৩ জনের মধ্যে একজনের বাড়ি কুড়িগ্রামে
উল্লেখ্য, আজ শুক্রবার জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় অনন্ত ৪০ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছেন।
দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানান, দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি।
বাংলাদেশ