নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্তে দু’জনের মৃত্যু

এবিসি আন্তর্জাতিক ডেস্ক:নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
পরে রোববার সকালের দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় দু’জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে বিমানটি পালমারস্টন নর্থ থেকে তাপু হয়ে অকল্যান্ডের আর্ডমোরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বিমানটি তাপুতে যাওয়ার আগে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন : সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভোট হচ্ছে থাইল্যান্ডে
দেশটির পুলিশের জ্যেষ্ঠ সার্জেন্ট টনি জিরিসেন রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে এবং রোববার সকালের দিকে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।
আন্তর্জাতিক