নিউজিল্যান্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

এবিসি ডেস্ক: নিউজিল্যান্ডের দুটি মসজিদে গুলি করে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী গুলি চালিয়ে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আজ শুক্রবার জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় ওই প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানান, দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি।
প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন ওই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।
হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের অনেক ভিড় ছিল। ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়।
হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতাল চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। হাসপাতাল থেকে দেয়া এক বিবৃতিতে খুব জরুরি না হলে লোকজনকে আহতদের দেখতে হাসপতালে না আসার অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুন >>>নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মানুষরুপি জানোয়ারের বন্দুকের গুলিতে ঝরে গেল ৪০ জনের প্রাণ
দুই মসজিদে হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ। গ্রেফতার ২০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে জানিয়ে বুশ বলেন, শনিবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।
হামলায় জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারী ‘একজন চরম ডানপন্থী নৃশংস সন্ত্রাসী’।
বাংলাদেশ