নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান

নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান
জেমস রহিম রানা:
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মনোহরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে মনোহরপুর ইউনিয়নের জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিমাই মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত্ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কুমার সরকার, মনোহরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামাল মোড়ল, আনিচুর সিকদার, মনোহরপুর ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডার জি এম আশরাফ হোসেন, আরজিনা বেগম, শংকর সরকার, সোহাগ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দুই জন কে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।তারা হলেন, ইউপি সদস্য হাছিনা বেগম ও লক্ষী রাণী রায় কে। বাল্য বিবাহ বন্ধে বিশেষ ভুমিকা রাখায় তাদেরকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইউনিয়ন সমন্বয়ক অমর রায়।