নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট ছাড়ার কিছুক্ষণ পর মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
রাবিত-আল হাসান নামে লঞ্চটি রোববার আনুমানিক ছয়টার দিকে ডুবে যায়। এটি নারায়াণগঞ্জ- মুন্সিগঞ্জ রোডে চলাচল করে। এতে আনুমানিক অর্ধশত যাত্রী ছিলেন।
একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি শহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিক প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
ওসি শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে এমভি রাবিত আল হাসান নামে লঞ্চটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। কয়লাঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটি ধাক্কা দেয় এসকে থ্রি নামে একটি লাইটারেজ জাহাজ। এতে লঞ্চটি ডুবে যায়।