ধর্মপাশায় স্কুল শিক্ষকের ওপর হামলা মামলায় একই স্কুলের কর্মচারী আটক

ভাস্কর মনি সরকার, সুনামগঞ্জ: জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের ওপর হামলা মামলায় পুলিশ একই বিদ্যালয়ের দপ্তরী শফিক(৩০) কে গ্রেফতার করেছে। পড়ুন>>>সুনামগঞ্জে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মিছিল সমাবেশ
উল্লেখ্য যে গত রোববার রাত ৮ টার দিকে প্রতিদিনের মতো মধ্যনগর বাজার থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ইটাউড়ি গ্রামের খলার পাশে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দূর্বৃত্তরা।
হামলার পরের দিন সোমবার আহতের বড় ভাই ঝন্টু তালুকদার বাদী হয়ে একেই বিদ্যালয়ের দপ্তরী শফিক কে আসামী করে মামলা দায় করেছেন।দায়েরকৃত মামলার এজহার নম্বর ১/০১-০৪-২০১৯।
মামলার তদন্ত পুলিশ কর্মকর্তা সোহেল আহমেদ জানান, আসামী শফিক কে গ্রেফতারের পর জীজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তারকৃত আসামী এখনো মুখ খোলেনি। আজ বুধবার আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। অতি শ্রীঘই এই ঘঠনার জড়িত অন্য অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করব।
শীর্ষ খবর