দেবহাটায় ট্রাক চাপায় প্রাণ গেল শিশু ছাত্রীর

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:38 PM, 11 March 2019

দেবহাটা সংবাদদাতা: স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল ছোট্ট শিশু জ্যোতির (৬)। সেই সাথে তার তাজা রক্তে ভিজে উঠলো শিশুটির বই ব্যাগ ও পরিধানের পোশাক। বিক্ষুব্ধ পথচারীরা এর প্রতিবাদে সড়ক অবরোধ করে ভাংচুর চালায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ^াসে জনতা অবরোধ তুলে নেয়।

পড়ুন>>>ঘুমন্ত শিশুকে মা-বাবার কোল থেকে চুরি করে মুক্তিপণ দাবি
সোমবার সকাল ৯ টায় এই দুর্ঘটনা ঘটে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। জ্যোতি সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, ট্রাকটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত জ্যোতি দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। দুর্ঘটনার পর থেকে দুই ঘন্টা যাবত সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক অবরুদ্ধ ছিল। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে বিচারের নিশ্চয়তা দিলে জনতা অবরোধ তুলে নেয়।

আপনার মতামত লিখুন :