দিনাজপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘ষড়যন্ত্র’র গন্ধ !

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলেরর প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সদর উপজেলার রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার এ ঘটনা ঘটে দাবি করে মেয়েটির পরিবার থানায় মামলা করেছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি বিরোধের জেরে এই ষড়যন্ত্র। বিষয়টি তদন্তের প্রয়োজন।
অভিযোগের মুখে থাকা ওই স্কুলের প্রধান শিক্ষক কার্ত্তিক চন্দ্র রায় পলাতক রয়েছেন বলে জেলার কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বাবা জানান, ঘটনার দিন বেলা ১২টার দিকে প্রধান শিক্ষক কার্ত্তিক চন্দ্র রায় তার মেয়েকে ঘর পরিষ্কার করার কথা বলে স্কুলের দোতলায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
কার্ত্তিক তার মেয়ের শরীরের বিভিন্ন অংশে নির্যাতন চালায় এবং সফল হতে না পেরে তাকে মারধর করে বলেও মামলায় অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিন্নাতুন ফেরদৌস ও শ্যাম বাবু রায় জানান, ঘটনার পর থেকে প্রধান শিক্ষক স্কুলে আসছেন না; তার মোবাইল ফোনটিও বন্ধ।
এদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওয়াহেদ আলীর অভিযোগ “প্রধান শিক্ষক এরআগেও এমন ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দিয়েছে।”
মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানতে চাইলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সূত্র জানায়, তবে প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়নি। হাসপাতালের গাইনী বিভাগের আবাসিক সার্জন ডা. সানজিদা আক্তার গণমাধ্যমকে যে তথ্য বলেছেন, তা ষড়যন্ত্রের অভিযোগের বিষয়টি আর স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, “নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।”
পরিদর্শক বজলুর বলেন, মামলার আসামিকে কর্মস্থল-বাড়ি কোথাও পাওয়া যাচ্ছেনা। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, শিক্ষক ও ম্যানেজিং কমিটির ষড়যন্ত্রে ফেঁসে যেতে পারেন অভিযুক্ত শিক্ষক।
রংপুর বিভাগ